বাংলাদেশ সনাতনী সেবক সংঘ
আমাদের কার্যক্রম সমূহ১। মন্দির ভিত্তিক গীতা বিদ্যাপীঠ পরিচালনা করা।
২। প্রতি শুক্রবার গীতা বিদ্যাপীঠ এ শিক্ষক প্রদান করা।
৩। শিক্ষকদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করা।
৪। প্রতি মাসে গীতা বিদ্যাপীঠ এর কমিটির সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম ঠিক করা।
৫। প্রতি বছর শিক্ষার্থীদের প্রতিযোগিতার ব্যবস্থা করা।

শ্রীমদ্ভগবদগীতার সারাংশটা যদি আমরা একটু মনের গভীর থেকে ভাবি তাহলে দেখতে আপব আমদের জীবিনে কোন দুঃখ পাওয়ার কারন নাই। আমরা শুধু শুধু দুঃখ পাচ্ছি। সবার জন্য গীতার সারাংশটা নিচে দেয়া হল। সবার কাছে অনুরোধ থাকবে একটু মন দিয়ে পড়বেন। যা হয়েছে তা ভালই হয়েছে, যা হচ্ছে তা ভালই হচ্ছে, যা হবে তাও ভালই হবে। তোমার […]
প্রতিদিন আমদের গীতা পাঠ করা প্রয়োজন। গীতা হল মানব জীবন সংবিধান । সংবিধান ছারা যেমন দেশ চালানো যাইনা ঠিক তেমন জীবন সংবিধান ছাড়াও মানব জীবন ঠিকভাবে পরিচালনা করা যাইনা। গীতা নিষ্কাম কর্মের শিক্ষা দেয়। আসক্তি মানব জীবনের সকল দুঃখের কারন। তাই গীতাই আসক্তি হীন কর্ম করতে বলা হয়েছে। আসক্তি ত্যাগ করতে পারলে জীবনে আর কোন […]