বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখা আয়োজিত মালুমঘাট সৎ সঙ্গ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবাকার্যক্রম অনুষ্টিত
বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখা আয়োজিত মা স্বাস্থ্য সেবা কেন্দ্র চকরিয়া পরিচালনায় মালুমঘাট সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র আজ সকাল ১১ টা থেকে অনুষ্টিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং ও ঔষধ বিতরন।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা: বিশ্বজিৎ রায় রাজীব, ডা: দিনেশ চন্দ্র দেবনাথ, ডা: মোবাস্বিরা জান্নাত ও প্যাথলজিস্ট মিনাক্ষী দে মুন্নি।
উক্ত সেবা ক্যাম্প শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্টাতা শ্রী মনোরঞ্জন দে গনেশ,
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলার সাধারন সম্পাদক শ্রী সুধীর চন্দ্র দাশ,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা পৃষ্টাপোষক মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ম্যানেজার শ্রী বিজন কুমার বিশ্বাস,
মহোৎসব কমিটির সভাপতি ডা:শ্রী উদয়ন শর্মা, ডুলাহাজারা ইউনিয়ন কমিটির সহ সভাপতি শ্রী পলাশ সুশীল, যুগ্ন- সম্পাদক শ্রী কনক দাশ গুপ্ত।
প্রায় তিন শতাধিক নারী,পুরুষ ও শিশুকে চিকিৎসা প্রদান করা হয়েছে।