শ্রীশ্রী ব্রহ্মর্ষি বিশ্বমিত্র বৈদিক বিদ্যাপীঠ,র শুভ উদ্বোধন
বাংলাদেশ সনাতনী সেবক সংঘ এর পরিচালনায় ও খাগরিয়া সচেতন সনাতনী সমাজ এর আয়োজনে গত ৪ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে শুভ উদ্বোধন হল শ্রীশ্রী ব্রহ্মর্ষি বিশ্বমিত্র বৈদিক বিদ্যাপীঠ।
বিদ্যাপীঠ এর উদ্বোধন উপলক্ষে ভক্তিমুলক সঙ্গীতাঞ্জলী, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বিদ্যাপীঠ নাম ফলক উন্মোচন ও মহতী ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত ধর্ম সম্মেলনে আশির্বাদক ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ এর প্রতিষ্ঠাতা শ্রী মনোরন্জন দে গনেশ,
উদ্বোধক ছিলেন চিম্বুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমল বিশ্বাস,
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কেন্দ্রীয় স্থায়ী নির্বাহী পর্ষদের সম্মানিত মহাসচিব শ্রী নেপাল শীল,
মহান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কেন্দ্রীয় স্থায়ী নির্বাহী পর্ষদের যুগ্ম মহাসচিব শ্রী নিউটন দাশ,
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ লোহাগাড়া সম্মানিত সদস্য সচিব শ্রী সমির দাশ,
অন্যতম অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ লোহাগাড়া উপজেলার সম্মানিত যুগ্ম আহবায়ক শ্রী নিখেল ঘোষ,
আলোকিত বক্তা ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদের সম্মানিত সাধারন সম্পাদক শ্রী সুমিত রায়,
বিশেষ অতিথি ছিলেন খাগরিয়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শ্রী বনমালী সুশীল, বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শ্রী সোনারাম জলদাশ,খাগরিয়া শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন বৈদ্য, খাগরিয়া কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির ,সিনিয়ার সহ সভাপতি শ্রী রনজিৎ কান্তি দাশ ,বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, শ্রী টুন্টু বৈদ্য ,-বিশিষ্ট সমাজ সেবক শ্রী নারায়ণ মজুমদার(ধন), খাগরিয়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটি, সাধারণ সম্পাদক শ্রী উত্তম দাশ, খাগরিয়া শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুমন রক্ষিত ,খাগরিয়া গণিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,শিক্ষক শ্রী রতন কান্তি দাশ,
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,লোহাগাড়া গীতা শিক্ষক পর্ষদের সম্মানিত সভাপতি শ্রী সত্যজিৎ পাল,বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, লোহাগাড়া গীতা শিক্ষক পর্ষদের সাধারন সম্পাদক শ্রী শিমুল দাশ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, লোহাগাড়া গীতা শিক্ষক পর্ষদের যুগ্ম সাধারন সম্পাদক শ্রী সন্তোষ রুদ্র,বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদের সম্মানিত শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী দিপংকর রুদ্র।
স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারি শিক্ষক শ্রী পংকজ বিশ্বাস,
সম্পূর্ণ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী নটু কান্তি বিশ্বাস,
অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সদস্য শ্রী ইমন বিশ্বাস।
অনুষ্ঠান শেষে বিদ্যাপীঠ এর নাম ফলক উন্মোচন করা হয়