বাংলাদেশ সনাতনী সেবক সংঘ এর পরিচালনায় শ্রীমৎ স্বামী
জৌতিশ্বরানন্দ গীতা বিদ্যাপীঠ এর শুভ উদ্বোধন
বাংলাদেশ সনাতনী সেবক সংঘ এর পরিচালনায় গত ৬ নভেম্বর ২০২০ইং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী শীলপাড়া, রামকান্ত মহাজনের বাড়িতে শুভ উদ্বোধন হল শ্রীমৎ স্বামী জৌতিশ্বরানন্দ গীতা বিদ্যাপীঠ। শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ভক্তিমুলক সঙ্গীতাঞ্জলী ও মহতী ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত মহতী ধর্ম সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান উপদেষ্ঠা অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী,
আশির্বাদক ছিলেন শ্রী শ্রী পঞ্চমাতা বিগ্রহ বাড়ি ও সেবাশ্রম,রাজাপুর লেইন, আন্দরকিল্লা এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীমৎ প্রেমাময়ানন্দ ব্রহ্মচারী,
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, আনোয়ারা শাখার প্রধান উপদেষ্ঠা শ্রী সুগ্রীব মজুমদার (দোলন),
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, আনোয়ার উপজেলার সম্মানিত সভাপতি ডাঃ শ্রী কংসরাজ দত্ত,
মহান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, আনোয়ারা উপজেলার সম্মানিত উপদেষ্ঠা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, আনোয়ারা উপজেলার সম্মানিত সাধারন সম্পাদক শ্রী নিউটন সরকার,
অন্যতম অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,কেন্দ্রীয় স্থায়ী নির্বাহী পর্ষদের সম্মানিত চেয়ারম্যান শ্রী জিকু দত্ত,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,কেন্দ্রীয় স্থায়ী নির্বাহী পর্ষদের মহাসচিব শ্রী নেপাল শীল, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,কেন্দ্রীয় স্থায়ী নির্বাহী পর্ষদের সম্মানিত যুগ্ম মহাসচিব শ্রী নিউটন দাশ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,কেন্দ্রীয় স্থায়ী নির্বাহী পর্ষদের সম্মানিত সাংগঠনিক সচিব শ্রী তপন দাশ,
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদের সম্মানিত সাধারন সম্পাদক শ্রী সুমিত রায়, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদের সম্মানিত দপ্তর সম্পাদক শ্রী তন্ময় পাল, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, আনোয়ারা উপজেলার সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ দাশ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, আনোয়ারা উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক শ্রী প্রমিত দাশ রাখাল,
বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, আনোয়ারা উপজেলার সম্মানিত উপদেষ্টা শ্রী আনন্দ মোহন দত্ত, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, কেন্দ্রীয় কমিটির সম্মানিত পৃষ্ঠপোষক এডঃ শ্রী পিটু কুমার শীল, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, আনোয়ারা উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক শ্রী রনি সিংহ।
স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রীমৎ স্বামী জৌতিশ্বরানন্দ গীতা সংঘের সভাপতি ডাঃ শ্রী শংকর শীল।
সভাপতিত্ব করেন শ্রী বিজয় শীল।
সম্পূর্ণ অনুষ্ঠানটি করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, কেন্দ্রীয় স্থায়ী নির্বাহী পর্ষদের সম্মানিত সহ অর্থ সচিব এডঃ শ্রী মিন্টু কুমার নাথ।
অনুষ্ঠান শেষে বিদ্যার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।