বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কার্যক্রম সমূহ
- ১। মন্দির ভিত্তিক গীতা বিদ্যাপীঠ পরিচালনা করার মাধ্যমে সম্পুর্ণ অবৈতনিক ধর্মীয় শিক্ষা ও গীতা শিক্ষা প্রদান করা।
- ২। প্রতি শুক্রবার গীতা বিদ্যাপীঠে শিক্ষক প্রদান করা।
- ৩। শিক্ষকদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করা।
- ৪। প্রতিটি বিদ্যাপীঠে বৈদিক পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করা ।
- ৫। প্রতি বছর শিক্ষার্থীদের প্রতিযোগিতার ব্যবস্থা করা।
- ৬।প্রতি ৪ মাসে ছাত্র ছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করা।
- ৭। প্রত্যন্ত অঞ্চলে গীতা বিদ্যাপীঠ স্থাপন করা।
- ৮। গীতা শিক্ষার পাশাপাশি সনাতন ধর্মের অন্যান্য গ্রন্থ যেমনঃ বেদ, শ্রী শ্রী চন্ডী, উপনিষদ,রামায়ন ,মহাভারত ইত্যাদি শিক্ষা দেয়া।
- ৯। নতুন প্রজন্মকে গীতার আদর্শে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা।
- ১০। নতুন প্রজন্মমকে ধর্মের গুঢ় তত্ত্ব সম্পর্কে জ্ঞান দান করা।
- ১১।সম্পুর্ণ অবৈতনিক ধর্মীয় শিক্ষা ও গীতা শিক্ষা প্রদান করা।
- ১২।প্রতি শুক্রবার ভিন্ন ভিন্ন শিক্ষক দিয়ে গীতা বিদ্যাপীঠ পরিচালনা করা। ।
- ১৩। অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করা।
- ১৪। জরুরী প্রয়োজনে রক্ত দান করা।